উখিয়া-টেকনাফ আসনে প্রতীক পেলেন যারা!

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজার- ৪(উখিয়া-টেকনাফ) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় কক্সবাজার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কক্সবাজার-৪ (টেকনাফ- উখিয়া) :আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার-(নৌকা),জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো-( লাঙল),বাংলাদেশ কংগ্রেস মোঃ ইসমাইল (ডাব),

তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব-(সোনালী আঁশ),ইসলামী ঐক্যজোট মোহাম্মদ ওসমান গনি চৌধুরী(মিনার),ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম(আম)।

আরও খবর