উখিয়া প্রতিনিধি :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নুর ফারুক (২১) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে এপিবিএন-১৪। এ সময় তার কাছ থেকে ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১টি ওয়াকিটকি, ১টি চার্জার ও ১টি নীল রংয়ের ছোট ব্যাগ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার নুর ফারুক ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৩৭/এম-এ-ব্লকের আনু মিয়ার ছেলে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে রোহিঙ্গা জামাল হোসেনের পরিত্যক্ত ঘরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২০ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রোহিঙ্গা জামাল হোসেনের পরিত্যক্ত ঘর থেকে নুর ফারুক নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১টি ওয়াকিটকি, ১টি চার্জার ও ১টি নীল রংয়ের ছোট ব্যাগ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-