মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে রোববার দুপুর ২ টা পর্যন্ত ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তাঁরা হলেন-কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জেপি (শহীদুল ইসলাম) এর সালাহউদ্দিন মাহমুদ ও কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াস।
কক্সবাজারের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে মোট ২৫ জন বৈধ প্রার্থী রয়েছেন। আজ রোববার ১৭ ডিসেম্বর বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-