এম.এ আজিজ রাসেল :
কোনো দেনদরবার নয়, কারও দয়ার দানে নয়, সাগর–সমান রক্তের দামে বাংলাদেশ অর্জন করেছে স্বাধীনতা, রক্ত–সাগর পেরিয়ে বাঙালি জাতি পৌঁছেছে তার বিজয়ের সোনালি তোরণে। আর বিজয়ের তেপ্পান্ন বছরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় কক্সবাজারে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার ও বধ্যভূমিতে পূষ্পার্ঘ্য অর্পন করেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।
সকাল সাড়ে ৮টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ষ্টেডিয়ামে অনুষ্টিত হয় বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে।
দুপুরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠান।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এতে ১০৫ জন মুক্তিযোদ্ধা পরিবারকে চার লক্ষ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, নুরুল আবছারসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। সভায় বক্তাদের আহ্বান অর্জিত বিজয় যেন ফ্রেমে বাঁধা ছবি, কুচকাওয়াজ আর পতাকা উত্তোলনে সীমাবদ্ধ না থাকে, সত্যিকারের বিজয় মূর্ত হোক শহীদদের স্বজনের চোখে–মুখে, গ্রামে–গঞ্জে, রাজনৈতিক ভ্রাতৃত্বে আর নেতৃত্ব্বে। বিজয় হোক ত্যাগে।
পরে শিল্পীরা পরিবেশনা করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-