মেধাবৃত্তি পুরষ্কার পেলেন এসআই মহসীন চৌধুরীর কন্যা “মেঘা মণি “

নিজস্ব প্রতিবেদক :

লক্ষীপুরের রামগঞ্জে রত্নগর্ভা জননী রহিমা খাতুন স্মরণে মেধাবৃত্তি পরীক্ষা-২৩ এ অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরুপ বৃত্তি লাভ করে ৩য় স্থান অর্জন করেছে চট্টগ্রামের চন্দনাইশ কানাই মাদারী গ্রামের এসআই মহসীন চৌধুরীর মেধাবী কন্যা মেঘা মণি।

জানা যায়, ফরিদ ভূইয়া একাডেমিতে অনুষ্ঠিত রত্নগর্ভা জননী রহিমা খাতুন স্মরণে মেধাবৃত্তি পরিক্ষায় লক্ষীপুর, চাঁদপুর এবং নোয়াখালী জেলার বিভিন্ন স্কুলের ৫ম শ্রেণির প্রায় ৭৫০ জন ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণ করে। আর এতে মেঘা মণি অংশগ্রহণ করে সাফল্যের সাথে ৩য় স্থান অর্জন করে।

মেঘা মণির বাবা মো. মহসিন চৌধুরী একজন সৎ ও দক্ষ পুলিশ অফিসার। তিনি বর্তমানে কক্সবাজারের চকরিয়ার হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। মেঘা মণির এ সফলতার পিছনে তার শিক্ষকমন্ডলী ও বাবা-মায়ের অনুপ্রেরণা ছিল। মেঘা মণি ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মেঘা মণি রামগঞ্জ ষ্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছরের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ম স্থান লাভ করেছেন।

মেঘা মণির এই সাফল্যে তার পরিবার-অত্মীয়স্বজনসহ এলাকাবাসী সবাই আনন্দিত ও উদ্বেলিত।

আরও খবর