ইমরান আল মাহমুদ:
উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) সকাল ৯টায় উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা পরিষদ, উখিয়া থানা, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ,উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও উখিয়া স্কাউটস টিমের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শামীম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী,উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, পজিপ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. আবু তালেব, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শরীফ ইমতিয়াজ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-