চকরিয়ায় পুলিশের অভিযানে ৩টি অস্ত্র উদ্ধার; পালিয়েছে অস্ত্রধারীরা!

মো. কামাল উদ্দিন :


কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং ফরেস্ট গেইট ঘোনারপাড়া এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে ৩ টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল ১৩ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য ও বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় রিংভং গহীন অরণ্যে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা।

এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য, বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং ফরেস্ট গেইট ঘোনারপাড়া এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় অস্ত্রধারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অস্ত্রধারীদের বিরুদ্ধে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর