গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :
টেকনাফ সড়ক পথে মাদক বহনকারী একটি প্রাইভেট কার তল্লাশী করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় মাদক পাচারে জড়িত কার চালককেও গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
বিজিবির পাঠানো প্রেস বার্তা সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর দুপুর ১২ টারদিকে টেকনাফ ২বিজিবির আওতাদ্বীন মেরিন ড্রাইভ সড়কে অবস্থিত শীলখালী চেকপোস্টে দায়িত্বরত সৈনিকরা টেকনাফ হতে কক্সবাজারগামী (চট্টমেট্টো-গ-১১-২২৮৫) একটি প্রাইভেট কার শীলখালী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরে উক্ত প্রাইভেটকারটি তল্লাশীকালীন কার চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত তথ্যমতে কার মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করা হয়।
এক পর্যায়ে চালকের স্বীকারোক্তিতে চালকের সীটের নীচে অভিনব কায়দায় লুকায়িত ২০হাজার ইয়াবা উদ্ধারসহ চালক টেকনাফ ডেইল পাড়ার মোঃ ইউছুফের পুত্র মোহাম্মদ রাসেল (১৯) কে আটক করা হয়। এছাড়া চালকের ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও মাদক বহনের দায়ে প্রাইভেট কারটি জব্দ করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন (বিজিবিএমএস) জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা,প্রাইভেট কার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে ধৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্য্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-