মিয়ানমারে ‘অকটেন’ পাচারকারী টেকনাফের হারুন গ্রেফতার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :


টেকনাফে চোরাইপথে মিয়ানমারে পাচারকালে আমদানীকৃত দাহ্য পদার্থ ১৪৯৫ লিটার অকটেনসহ হারুন নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিন চালিত মাছ ধরার পুরাতন সাম্পান জব্দ করা হয়।

১৩ ডিসেম্বর (বুধবার) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাটের দক্ষিণ পাশে মেরিন ড্রাইভ সড়কে এ অভিযানটি পরিচালনা করা হয়। আটক মো. হারুন টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার রহিম আলীর পুত্র।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ ওসমান গণি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি চৌকষ দল অভিযানটি পরিচালনা উক্ত চোরাকারবারীকে গ্রেফতার করে। গ্যালনভর্তী অকটেনের চালানটি সমুদ্র পথে পাচার করার জন্য মজুদ করেছিল।

অভিযান চলাকালীন সময়ে পাচারকারী চক্রের আরও ৮-৯ জন সদস্য কৌশলে পালিয়ে গেছে। ধৃত চোরাকারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের আইনের আওতাই নিয়ে আসার জন্য পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

আরও খবর