কক্সবাজার সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

 

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্টে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান জানান, সমুদ্র সৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট থেকে সৈকতে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন নেই। জিন্স প্যান্ট ও কালো টিশার্ট পরিহিত ছিল। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি হত্যাকান্ড এই রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। একই সঙ্গে পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।

আরও খবর