সীমান্তে বাড়ল অস্ত্রধারী কারবারীদের আগ্রাসন: মাদক ও অস্ত্র-গুলির চালানসহ আটক ২

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :


মিয়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অস্ত্রধারী মাদক কারবারীরা ফের বেপরোয়া হয়ে উঠেছে।

এদিকে মাদক পাচার প্রতিরোধ করার পাশাপাশি জড়িত অপরাধীদের ধরতে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় বিজিবির অভিযানিক দল অস্ত্র-গোলাবারুদ ও মাদক সহ দুই ব্যক্তিতে আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃতরা হচ্ছে- উখিয়া কুতুপালং ক্যাম্পের বাসিন্দা অস্ত্রধারী সন্ত্রাসী মো.জুবায়ের (৩০) ও মো. আনোয়ার(১৯)। আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক শীর্ষ সশস্ত্র সংগঠন নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য বলে জানায় বিজিবি।

১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে নাফনদের জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ২ বিজিবির আওতাধীন দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ন এলাকা বড়ইতলী বক্করের জোড়া নামক এলাকা দিয়ে মিয়ানমার হতে অস্ত্র ও মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেন। পরবর্তীতে মিয়ানমার শূন্য লাইন অতিক্রম করে দুটি নৌকার মধ্যে একটি বক্করের জোড়া নামক এলাকায় প্রবেশ টহলদল নৌকা দুইটিকে ঘেরাও করে দুই জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পেছনে থাকা নৌকা দ্রুতগতিতে মিয়ানমারে পালিয়ে যায়।

অধিনায়ক মোঃ মহিউদ্দীন আহমেদ বলেন, পরবর্তীতে টহলদল নৌকাটি তল্লাশি করে একটি দেশীয় তৈরী দুই নালা বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ৮ টি পিস্তলের গুলি, একটি খালি খোশা, ২১টি তাজা গুলি, ৮টি দেশীয় কার্তুজ, দুই কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, দুইটি খালি খোশা, একটি দা হাতল উদ্ধার করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর