নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সদরের লিংকরোড এলাকা থেকে আদার্স সেকশন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফারুককে
গ্রেফতার করেছে র্যাব-১৫। গ্রেফতারকৃত আসামি মোঃ ফারুক (২২) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরীপাড়া এলাকার জানে আলমের ছেলে।
১০ ডিসেম্বর সাড়ে ৯ টার দিকে সদরের লিংক রোড় এলাকা থেকে র্যাব-১৫ এর আভিযানিক দল তাকে আটক করেছে।
র্যাব-১৫ জানায়, একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোঃ ফারুক (২২), পিতা-জানে আলম, সাং-উত্তর মুহুরীপাড়া, লিংক রোড, ঝিলংজা ইউনিয়ন, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ আরো জানান, সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১০৪(০৮)১৯, ধারা-১৮৬/৩৪১/৩৩২/৩৫৩/৩৭৯/৩৪ পেনাল কোড মোতাবেক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফারুক’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত ওয়ারেন্টভুক্ত আসামী কক্সবাজার সদর মডেল থানাধীন লিংক রোড এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-