আবু সায়েম,কক্সবাজার •
কক্সবাজার টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়া এলাকায় র্যাব-১৫ অভিযান পরিচালনা করে অত্যাধুনিক পিস্তল ও গুলিসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
৮ ডিসেম্বর ( শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫’র একটি দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় কিংবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিরা হলো টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়াপাড়ার হাজী আবু সিদ্দিকের পুত্র আব্দুল আমিন (২৮) এবং একই এলাকার ও ইউনিয়নের মোঃ শরিফের পুত্র দিল মোহাম্মদ (২৮)।আটককৃত ব্যক্তিদের তল্লাশী করে তাদের হেফাজত থেকে ০১টি অত্যাধুনিক পিস্তল ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিকট অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে মর্মে স্বীকার করেন । এছাড়াও তাদের সাথে জড়িত কতিপয় সন্ত্রাসী র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়ন করে মর্মে স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দু’জনই কুখ্যাত সন্ত্রাসী এবং অস্ত্র কেনা-বেচার সাথে জড়িত। পরস্পর যোগসাজশে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বেআইনি ভাবে নিজেদের হেফাজতে রেখে দীর্ঘদিন যাবত টেকনাফ সহ বিভিন্ন এলাকায় অপরাধ কাজে সংশ্লিষ্টতার বিষয়ে জানা যায় এবং কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের মনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল মর্মে স্বীকার করে।
অতিরিক্ত পুলিশ সুপার ( ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বলেন, কক্সবাজারে সশস্ত্র সন্ত্রাসীরা ডাকাতি, অপহরণ, মাদক পাচার, ছিনতাই ও ধর্ষণের মত অপরাধ সংঘটিত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে নিয়মিতই। ফলে আতঙ্কগ্রস্ত হচ্ছেন সাধারণ জনগণ। এ সকল সশস্ত্র সন্ত্রাসীদের কারা এসব অস্ত্রের যোগান দিয়ে থাকে, তা নিরূপণ ও অস্ত্রধারীদের তৎপরতা নির্মূলের লক্ষ্যে র্যাব-১৫ এর অনুসন্ধান ও অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত পিস্তল ও গুলিসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-