টেকনাফ অফিস :
টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়া এলাকায় গ্রাম্য সালিশে চাচাতো ভাইয়ের হামলায় আরেক ভাই নিহত হয়েছে।
আজ শনিবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নয়াপাড়া এলাকায় চলাচলের রাস্তা মেরামতকে কেন্দ্র করে সালিশি বৈঠকে আব্দুর শুক্কুর (৬০) ও আব্দুস সালামের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর শুক্কুর আব্দুস সালামের মাথায় ইট মেরে গুরুতর আহত করে।
পরবর্তীতে আশপাশের লোকজন আব্দুস সালামকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী মোস্তাফা খাতুন জানান, রাস্তার বিষয়ে বিচার চালাকালীন সময়ে আব্দুর শুক্কুর ও তার পরিবারের লোকজন অতর্কিত ইট পাটকেল মেরে তার স্বামীকে হত্যা করে।
নিহত আব্দুস সালাম (৬৫) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়া পাড়া এলাকার মৃত হোসেন আলীর পুত্র বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-