বসতঘরে অস্ত্র মজুদ রেখে পালিয়ে গেলো রোহিঙ্গা যুবক!

ইমরান আল মাহমুদ:


বসতঘরে অস্ত্র ও অবৈধ মালামাল মজুদ রেখে পালিয়ে গেলো রোহিঙ্গা যুবক মো. সালাম(২৫)। বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বর্ধিত ক্যাম্প-৪ এর ডি ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ এপিবিএন সূত্রে জানা যায়, অস্ত্র মজুদের অভিযান পরিচালনা করলে অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্র মজুদকারী রোহিঙ্গা যুবক সালাম। সে বর্ধিত ক্যাম্প-৪ এর ডি-ব্লকের মৃত আবুল বাশারের ছেলে। তার বসতঘর থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ান শুটারগান,১টি ওয়াকিটকি (ব্যাটারি চার্জার সহ), ২টি স্টিলের চাকু ,২টি বাটন ফোন,২টি হাতুড়ি, ২টি রাম দা, ১টি দা,৩টি গুলটি,১৮টি ফটকা,১টি প্লাস্টিকের খেলনা অস্ত্র,২জোড়া কালো রং এর বুট,২টি করাত,১টি সবুজ হলুদ কফি কালার মিশ্রিত ক্যাপ এবং ১টি ব্যাগ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান,” গোপন সংবাদের ভিত্তিতে বর্ধিত ক্যাম্প-৪ এ অভিযান পরিচালনা করে ওয়ানশুটারগান সহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রোহিঙ্গা মো. সালামের বসতঘরে মজুদ রাখার খবর যাচাই-বাছাই করে তাকে পলাতক আসামি করে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।”

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী রুবাইয়াত রুমী,সহকারী পুলিশ সুপার ও মধুরছড়া ক্যাম্প কমান্ডার এস এম মাহবুবুল আলম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আরও খবর