উখিয়া থানা বহুমুখী মটর চালক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি

সংবাদ বিজ্ঞপ্তি :


এতদ্বারা উখিয়া থানা বহুমূখী মটর চালক সমবায় সমিতি লিঃ এর সকল সদস্য গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ২০/১১/২০২৩ইং তারিখের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৮/১২/২০২৩ইং তারিখ রোজ- শুক্রবার বিকাল ২ ঘটিকার সময় বার্ষিক সাধারণ সভা সমিতির কার্যালয়ে অনুষ্টিত হবে।

উক্ত বার্ষিক সাধারণ সভায় যথাসময়ে উপস্থিত হয়ে বার্ষিক সাধারণ সভাকে সুন্দর ও স্বার্থকভাবে সম্পন্ন করার জন্য সকল সদস্যগণকে বিনীত ভাবে অনুরোধ করা হল।

পাশাপাশি অত্র সমিতি হতে পরিচয়পত্র সংগ্রহ করার জন্য বাধ্যতামূলক পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি, লাইসেন্স এর ফটোকপি, নিয়ে আসতে হবে।

সভার আলোচ্য সূচী :
০১ । উপস্থিতি ও স্বাক্ষর গ্রহণ।
০২ । আসন গ্রহন ও পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ ।
০৩ । সভাপতির স্বাগত বক্তব্য ।
০৪ । বিগত বৎসরে সমিতির মৃত্যুবরণকারী সদস্যদের শোক প্রস্তাব।
০৫ । বিগত সাধারণ/বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন ।
০৬ । ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর বাৎসরিক রিপোর্ট পর্যালোচনা ।
০৭ । উদ্বৃত্তপত্র ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ।
০৮ । পরবর্তী আর্থিক বৎসরের জমা প্রাক্কলিত বাজেট পর্যালোচনা ও অনুমোদন ।
০৯ । বকেয়া এবং নিয়মিত সঞ্চয় আমানত আদায় প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ
১০ । মৃত্যুফান্ড গ্রহণ, মৃত্যুভাতা বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ ।
১১। সদস্যপদ বাতিল প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ ।
১২ । পাশ বই গ্রহণ করা প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ ।
১৩। বিবিধ ।

 

আরও খবর