মহেশখালী প্রতিনিধি :
মহেশখালী উপজেলার শাপলাপুরে পান বরজের খাজনা নিয়ে সাবেক মেম্বার নাছির উদ্দিন কে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে।
তিনি শাপলাপুর বাজার এলাকার মৃত্যু আছাদ আলীর পূত্র। ৪ঠা ডিসেম্বর সকাল ৮ টায় শাপলাপুর মনিপুর এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, শাপলাপুর ইউনিয়নের মনিপুরে স্থানীয় নুরুল ইসলাম গংয়ের কাছে পানের বরজ করার জন্য জমি লাগিয়েত দেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নাছির উদ্দীন।
পানের বরজের খাজনা (লাগিয়ত) নিয়ে এক পর্যায়ে বিরোধ হলে আজ সকালে নুরুল ইসলামের নেতৃত্বে, আলমগীর, মোহাম্মদ জহিরসহ আরো ১০-১২ জন মিলে তাকে প্রকাশ্যে পিটিয়ে মারাত্মক আহত করে।
পরে চিকিৎসার জন্য শাপলাপুর বাজারে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলের দিকে যাচ্ছে, খুনের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি সব পক্ষকে শান্ত থাকার আহবান জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-