নাটোর •
কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে নিহত দম্পতি আবুল কাশেম বকুল ও সাবিকুন নাহার সুমার বাড়িতে চলছে শোকের মাতম। আইনী প্রক্রিয়া শেষ করে তাদের মরদেহ গ্রামের বাড়ি নাটোরে আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
বকুল-সুমা দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। একসাথে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুমা একই এলাকার সুলতান আলীর মেয়ে।
এ ব্যাপারে নিহত বকুলের বড় ভাই আবুল হাশেম বলেন, ছেলে ও পুত্রবধূর মৃত্যুতে তার সদ্য বিধবা মা হোসনে আরাসহ (৬৫) স্বজনরা যেন শোকে পাথর হয়ে গেছেন। এমন মৃত্যু পরিবারের কেউই মেনে নিতে পারছে না।
প্রসঙ্গত, রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈকতের লাবনী পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শনিবার (২ ডিসেম্বর) সকালে এই দম্পতি কক্সবাজার ভ্রমণে আসেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-