নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন বঞ্চিত কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিনি কক্সবাজার পৌরসভার মেয়র হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেছেন। তাকে পৌর নির্বাচনে মনোনয়ন না দিয়ে নৌকা প্রতিকের দলীয় মনোনয়ন যাকে দেয়া হয়েছিল তার পক্ষে তিনি ছিলেন। তাকে নির্বাচিতও করেছেন। এরপর সংসদ সদস্য হিসেবে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তাও বঞ্চিত হয়েছেন। দল যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষে তিনি কাজ করছেন। স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না।
ওখানে গণমাধ্যমকর্মীদের কাউকে প্রশ্ন করতে দেয়ার সুযোগ না দিয়ে তিনি সার্কিট হাউস ত্যাগ করেন। যদিও তিনি কক্সবাজর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতিমধ্যে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ওই আসনটিতে দলীয় মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-