কক্সবাজারের ৪টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৮৯ মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি।

সোমবার ( ২৭ নভেম্বর) জাপার বনানী কার্যালয়ে এ ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের টিকিট পেয়েছেন জাপা মহাসচিব। মনোনয়ন প্রাপ্ত ২৮৯ প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় কক্সবাজারের ৪টি আসনে মনোনয়ন প্রাপ্তরা হলেন-

  • কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) হোসনে আরা আরজু
  • কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) মাহমুদুল করিম
  • কক্সবাজার-৩ (সদর-রামু) এ্যাড. মো. তারেক
  • কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) নুরুল আমিন সিকদার ভুট্টু

আরও খবর