টেকনাফে যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৬

কক্সবাজার জার্নাল ডটকম :

টেকনাফ উপজেলার নয়াপাড়ার শালবাগান ও লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারীকে আটক করেছে র্যা্ব-১৫ এবং ১৬ এপিবিএন এর সদস্যরা।

আটককৃতরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের নুর মোহাম্মদের স্ত্রী আয়েশা বেগম (৪৫),একই ক্যাম্পের এইচ ব্লকের নুর মোহাম্মদের মেয়ে সকিনা (২২), টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট হাবির পাড়ার তাজুল মুল্লুকের ছেলে ফেরদৌস আলম (২৭),নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প ডি ব্লকের অছির আহমদের ছেলে আব্দুর রহিম (৩৯),শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক-ই/৩ এর বাসিন্দা মোঃ রশিদের ছেলে মোঃ রুবেল (২৩) এবং লেদা ক্যাম্পের ই- ব্লকের মৃত নূর মোহাম্মদের স্ত্রী খালেদা খাতুন (৩২)।

কক্সবাজার র্যা ব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রবিবার সন্ধ্যা ৬ টার সময় র্যা ব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল এবং ১৬ এপিবিএন এর সমন্বয়ে টেকনাফ থানাধীন নয়াপাড়া, শালবাগান ও লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে ৪ হাজার ১৫০ ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়। শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫০ ইয়াবাসহ ২ মাদক কারবারী এবং লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ এক মহিলা মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

র্যা ব-১৫ এবং ১৬ এপিবিএন এর এই যৌথ অভিযানে সর্বমোট ৪ হাজার ২০০ ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারী আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর