আবু সায়েম, কক্সবাজার •
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটি (এরশাদ) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপির সহধর্মিণী হোসনে আরা আরজু।
সোমবার ২৭ নভেম্বর জাতীয় পাটির সংসদীয় মনোনয়ন বোর্ড কতৃক আনুষ্ঠানিক ভাবে চকরিয়া পেকুয়া আসনে দলীয় প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে হোসনে আরা আরজুকে মনোনয়ন দিয়েছেন। জাতীয় পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাক্ষরিত মনোনয়নপত্র গতকাল হোসনে আরা আরজু এর হাতে হস্তান্তর করেছেন।
সাবেক এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ চকরিয়া পেকুয়া উপজেলার সর্বস্থরের জনসাধারণ এবং দলীয় নেতাকর্মী সবার কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সহধর্মিণী হোসনে আরা আরজুর জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
হোসনে আরা আরজু কক্সবাজারের ঐতিহ্যবাহী হোটেল কল্লোল গ্রুপের চেয়ারম্যান। কক্সবাজারের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিস আহমেদের প্রথম কন্যা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-