উখিয়ায় নাশকতা রোধে প্রশাসনের টহল জোরদার!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :

সারাদেশে বিএনপি জামায়াতের ডাকা সপ্তম দফার ৪৮ ঘন্টার অবরোধে নাশকতা ঠেকাতে উখিয়া উপজেলায় টহল জোরদার করেছে প্রশাসন।

সোমবার(২৭ নভেম্বর) উপজেলার সকাল থেকে প্রতিটি ব্যস্ততম স্টেশনে যৌথ বাহিনী সাথে নিয়ে টহল দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দেখা যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদকে।

এদিকে, সকাল ৯টার দিকে হিজলিয়া এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে কিছুক্ষণ পর নেতাকর্মীরা নিরাপদে সরে যেতে লক্ষ্য করা যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মিছিলের পরপরই ঐ এলাকায় অবস্থান নেন পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা। র‍্যাব ও বিজিবি সাথে নিয়ে উখিয়া সদর স্টেশন, কোর্টবাজার স্টেশন ও মরিচ্যা বাজার পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)।

সপ্তম দফার অবরোধ থাকলেও অভ্যন্তরীণ যান চলাচল ছিলো স্বাভাবিক। তবে দিনের বেলা দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। উপজেলার সকল স্টেশনে যান ও জনচলাচল স্বাভাবিক লক্ষ্য করা যায়।

আরও খবর