উখিয়ায় টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের উদ্যোগ!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


উখিয়ায় টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে কারিগরী শিক্ষা বিভাগ। গতকাল রবিবার(২৬ নভেম্বর) দুপুরে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া ও গয়ালমারা এলাকায় জমি পরিদর্শন করেছেন বাংলাদেশ কারিগরি মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব(উন্নয়ন) ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম ও প্রকল্প পরিচালক(যুগ্ন সচিব) ড. মোহাম্মদ মশিউর রহমান।

তবে, উখিয়া উপজেলাতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা গেলে ভবিষ্যত প্রজন্মের মাঝে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার আলো ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে মনে করছে সচেতন মহল সহ শিক্ষার্থীরা।

কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা ছাত্র মো. ইমরান খান বলেন,”কারিগরি শিক্ষার দিকে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তেমন আগ্রহী নয়। তবে একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ করা গেলে সহজে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার ছোঁয়া পাবে। ফলে ভবিষ্যতে সহজে চাকরিতে নিজেদের অর্জিত শিক্ষা, দক্ষতা কাজে লাগাতে পারবে।”

উখিয়া অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জসিম আজাদ বলেন,” কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা গেলে আমূল পরিবর্তন আসবে। প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে পারবে।”

উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার জানিয়েছেন,” বর্তমান প্রযুক্তির বিশ্বে প্রযুক্তির ব্যবহারের সাথে কারিগরি শিক্ষা পেলে দ্রুত কর্মসংস্থানের সৃষ্টি হবে। নিজেরা নিজেদের কর্ম সৃষ্টি করতে পারবে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কোনে বিকল্প নেই।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ জানিয়েছেন,” উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কয়েকটি এলাকায় টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের জমি পরিদর্শন করেন কারিগরি শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।”

পরিদর্শনকালে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও খবর