এইচএসসিতে আইসিটি স্পেশাল কেয়ার’র শিক্ষার্থীদের সফলতা!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :

সদ্য প্রকাশিত এইচএসসি,আলিম ও সমমানের ফলাফলে শতভাগ পাশ সহ সফলতা অর্জন করেছে উখিয়া উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের স্বনামধন্য প্রাইভেট প্রতিষ্ঠান আইসিটি স্পেশাল কেয়ার’র শিক্ষার্থীরা।

জানা যায়, ২শ ২০জন পরীক্ষার্থী বিভিন্ন কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে। দুই তৃতীয়াংশ শিক্ষার্থী ৯০ এর বেশি নম্বর পাওয়ার সফলতা অর্জন করেছে।

শিক্ষার্থীদের এমন ইতিবাচক ফলাফলে সন্তুষ্ট অভিভাবকরাও। ভবিষ্যতে সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য আইসিটি স্পেশাল কেয়ার’র প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

প্রতিষ্ঠানের পরিচালক জয় বড়ুয়া বলেন,”২০১৮ সাল থেকে পথচলা শুরু হলেও, ২০১৯ সালে প্রথম বোর্ড পরীক্ষায় অংশ নেয় আমাদের শিক্ষার্থীরা। প্রথম বছরেই শতভাগ পাশ সহ রেকর্ড মার্ক ৮৯ পেয়েছিল তখন। করোনা ভাইরাস মহামারির কারণে, ২০-২২ সাল পর্যন্ত বোর্ড পরীক্ষায় আইসিটি পরীক্ষা নেয়া হয়নি। কিন্তু, ২০২৩ সালে এসে, আমাদের শিক্ষার্থীরা রেকর্ড সংখ্যক সাফল্য অর্জন করেছে।

এই বছর, ২২০ জন শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে, শতভাগ পাশসহ সর্বোচ্চ ৯৯ নম্বর পেয়েছে এবং, দুই-তৃতীয়াংশ শিক্ষার্থীরা ৯০ এর বেশি নম্বর পেয়েছে। আমি আমাদের সকল শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করি। এবং আইসিটি স্পেশাল কেয়ারের উপর ভরসা রাখার জন্য সম্মানিত অভিভাবক এবং, আমাদের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। আগামী বছরের প্রারম্ভে আমাদের কোচিং সেন্টারে বিভিন্ন কারিগরি কোর্স চালুসহ শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক নানা আয়োজন করতে যাচ্ছি।

আশা রাখছি, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা এই জনপদে, এই আয়োজন গুলো, উখিয়ার শিক্ষার্থীদের অনেকাংশে এগিয়ে নিতে সমর্থ হবে। আমাদের প্রতিষ্টানের পথচলায় সুপ্রিয় অভিভাবক এবং, শিক্ষার্থীদের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

আরও খবর