ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জের জালিয়াপালং বিটের সংরক্ষিত বনভূমি থেকে আহত অবস্থায় একটি মুখপোড়া হনুমান উদ্ধার করে চিকিৎসা শেষে ডুলাহাজারা সাফারি পার্কে প্রেরণ করেছে বনবিভাগ। ঘটনাটি ঘটে শুক্রবার(২৪ নভেম্বর) বিকেলে জালিয়াপালং সংরক্ষিত বনে।
জানা যায়,উন্মুক্ত বিচরণের সময় কুকুরের কামড়ে অসুস্থ হয়ে পড়ে মুখপোড়া হনুমান। বন্যপ্রাণীটি সিপিজি সদস্যদের সহায়তায় উদ্ধার করে বনবিভাগের সদস্যরা।
জালিয়াপালং বিট কর্মকর্তা সোহেল হোসাইন বলেন,” জালিয়াপালং বিটের সংরক্ষিত বনে কুকুরে তাড়া করে কামড় দিয়েছিলো একটি মুখপোড়া হনুমানকে। সেখান থেকে আমরা উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বন্যপ্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে ডুলাহাজারা সাফারি পার্কে প্রেরণ করার সুপারিশ প্রদান করেন। তারই প্রেক্ষিতে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে স্থানীয় ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসা স্বার্থে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-