নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে বৃদ্ধকে হত্যাচেষ্টা ও আঙ্গুল বিচ্ছিন্ন করার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী শহীদুল্লাহকে পৌর শহরের শহীদ মিনার এলাকা থেকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৫ টার দিকে র্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল শহরের শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে আটক করেন।
র্যাব-১৫ সুত্রে জানা গেছে, চকরিয়া থানার মামলা নং ১৯/৫৩৪ এর এজাহারনামীয় এবং অজ্ঞাত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা চালায়। এদিন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, হত্যাচেষ্টা ও কুপিয়ে আঙ্গুল বিচ্ছিন্ন করার ঘটনার মূলহোতা ১নং আসামী শহীদুল্লাহ কক্সবাজার শহরের শহীদ মিনার এলাকায় আত্মগোপনে করছে।
নির্ভরযোগ্য তথ্যের প্রেক্ষিতে র্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কুতুবদিয়াপাড়া গ্রামের মৃত আবদুস ছালামের পুত্র মোঃ শহিদুল্লাহকে আটক করেন। উক্ত ঘটনায় মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-