নিজস্ব প্রতিবেদক :
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ফরিদা ইয়াসমিন।
চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম অসুস্থ জনিত কারণে চিকিৎসার জন্য ভারতে গেলে মেম্বার ফরিদা ইয়াসমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করেন।
গতকাল (২৩ নভেম্ব বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ইউনিয়ন পরিষদে দৈনন্দিন কার্যক্রম শুরু করেন। এ সময় পরিষদের অন্যান্য মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ভাবপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জালিয়াপালং ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-