নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জের রাজাপালং বিটের হরিণমারা এলাকার বনভূমি দখল করে সিরাজ নামের এক ব্যক্তি। বিষয়টি বনবিভাগের নজরে আসলে ইনানী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে চারা রোপণ করে দেওয়া হয়। পরে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বনবিভাগ।
অভিযানের কিছুদিন পর পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ করে বনভূমি দখল করে মীর কাশেম নামের আরেক ব্যক্তি। ঘটনাটি ঘটে রাজাপালং বিটের পশ্চিম হরিণমারা এলাকায়। অনুসন্ধানে জানা যায়, বনভূমি পুনরায় দখল করে স্থাপনা নির্মাণ সহ পাশ্ববর্তী পানের বরজ দিয়ে বনবিভাগের বনভূমি দখল করে মৃত আব্দুল করিমের ছেলে মীর কাশেম। সে কাউকে তোয়াক্কা না করে বনবিভাগের কর্মকর্তাদের জবরদখলমুক্ত বনভূমি পুনরায় দখল করে চারা নষ্ট করার বিষয়টি ভাবিয়ে তুলছে স্থানীয়দের।
এ বিষয়ে ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিনের নিকট জানতে চাইলে তিনি বলেন,” দখলকৃত জায়গা উচ্ছেদ করা হবে। বনবিভাগের জায়গা দখলকারী যতই শক্তিশালী হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-