উখিয়া প্রতিনিধি •
যুবদল নেতা সাইফুল সিকদারকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা। সে উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়ে র্যাব-১৫ এক বিজ্ঞপ্তিতে জানায়, উখিয়া থানার মামলা নং ৭৮/৬১৫ এর ভিত্তিতে গোপন সংবাদে গতকাল শুক্রবার সাড়ে তিনটার দিকে পশ্চিম সিকদারবিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়,উখিয়া থানায় পুলিশের দায়ের করা নাশকতা মামলার ১৯ নং আসামি। সে পশ্চিম সিকদার বিল এলাকার মৌলভী আব্দুর রহিমের ছেলে।
গ্রেফতার সাইফুল সিকদার কে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শামীম হোসেন জানিয়েছেন,র্যাব একজনকে থানায় হস্তান্তর করেছে। সে বিগতদিনে পুলিশের দায়ের করা মামলার আসামি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-