চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামি হাসান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামী মো. হাসান প্রকাশ কালু (৩০) কে গ্রেফতার করেছে হারবাং পুলিশ ফাঁড়ি।

১৮ (নভেম্বর) সকালে উপজেলার মাহমুদনগর বানিয়াছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. হাসান প্রকাশ কালু মাহমুদ নগর এলাকার ৫নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে জিআর-০৯/১৯ (মাদক) মামলায় এক বছরের সাজা প্রদান করে আদালত। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত হওয়ার পর আসামি মো. হাসান প্রকাশ কালু দীর্ঘদিন পলাতক ছিলো।

পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরীর সঙ্গীয় এটিএসআই আজিজ ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সকালে গোপন সংবাদ পেয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি কালুকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর