বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের জেলা পুলিশে বড় রদবদলের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ রদবদল করা হয়েছে। কিন্তু জেলা পুলিশের দাবি, নিয়মিত কার্যক্রমের অংশ এটি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৩ নভেম্বর কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম সাক্ষরিত আদেশে পুলিশ লাইনে সংযুক্ত থাকা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ওসমান গণিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশ অফিসের অপরাধ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইমন কান্তি চৌধুরীকে জেলা গোয়েন্দা শাখায় বদলির আদেশ দেন।
পরেরদিন এক আদেশে পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দারকে কক্সবাজার সদর সার্কেল অফিসের পরিদর্শক হিসেবে বদলী করেন।
একইদিন অপর এক আদেশে কক্সবাজার সদর সার্কেল অফিসের পরিদর্শক মো. শামীম হোসেনকে উখিয়া থানার ওসি হিসেবে ও জেলা গোয়েন্দা শাখার ওসি আহমেদ নাছির উদ্দীন মোহাম্মদকে পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে বদলী করেন পুলিশ সুপার।
একইদিন আরেকটি আলাদা আদেশে পুলিশ লাইনে সংযুক্ত পরিদর্শক মোহাম্মদ ইলিয়াসকে পেকুয়া থানার ওসি, চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদকে জেলা গোয়েন্দা শাখার ওসি ও উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীকে চকরিয়া থানার ওসি হিসেবে বদলী করা হয়।
এর একদিন পরে ১৫ নভেম্বর পুলিশ লাইনে কর্মরত পরিদর্শক মোহাম্মদ সোহরাব আল হোসাইনকে চকরিয়া সার্কেল অফিসে পরিদর্শক হিসেবে বদলী করা হয়।
এব্যাপারে কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলা পুলিশের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য তিনদিনের মধ্যে নয় পরিদর্শককে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদ ও থানায় বদলী করা হয়। জেলার বাসিন্দাদের নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে জেলা পুলিশকে ঢেলে সাজানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-