আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি’তে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, ৩ নম্বর ক্যাম্পের ডি/৪৮ ব্লকের মো. ইয়াছিন (১৫), একই ব্লকের কাসিম (১৭) এবং ডি/৩৫ ব্লকের নুরুল হক (৫৬)।
জানা যায়, বুধবার রাতে ৪ নম্বর ক্যাম্প থেকে আরসার ৪০/৫০ জনের একটি গ্রুপ ক্যাম্প-৩ এলাকায় হামলা ও গুলাগুলি করে। এসময় ৩ জন রোহিঙ্গা আহত হলে আশেপাশের রোহিঙ্গারা তাদের উদ্ধার করে নিকটস্থ আইওএমের হাসপাতালে ভর্তি করে।
১৪ আর্মড পুলিশের অধিনায়ক পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে ৪নং ক্যাম্প থেকে ৩ নম্বর ক্যাম্পে কথিত আরসার একটি গ্রুপ হামলা ও গুলাগুলি করলে ৩ রোহিঙ্গা আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাপাতালে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-