নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে কোর্টবাজারে আ’লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক:


দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত তফসীলকে স্বাগত জানিয়ে উখিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল হুদার নেতৃত্বে কোর্টবাজার স্টেশনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কোর্টবাজার অরিজিন হাসপাতালের সামনে থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। মিছিলে অংশ নেন উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মোহাম্মদ নোমান, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আছহাব উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমানত উল্লাহ সাকিব,যুবলীগ সভাপতি ইমাম হোসেন,সহ সভাপতি গাজী মো. শাহজাহান, মো. মকছুদ চৌধুরী, ছাত্রলীগ আহবায়ক তারেক হোসেন মানিক,যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সহ নেতৃবৃন্দরা।

পথসভায় বক্তারা বলেন,”দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসি কর্তৃক ঘোষিত তফসিল কে স্বাগত জানাচ্ছি। আগামী ৭ জানুয়ারি সবাইকে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে টানা চতুর্থবারের মতো শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করার আহবান জানান। সবাইকে ঘরে ঘরে গিয়ে এখন থেকে উন্নয়নের প্রচারণা চালানোর অনুরোধ জানান সাধারণ নেতাকর্মীদের প্রতি।”