নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম •
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট অ্যালেন শামীমের আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। এতে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাঙ্গুনিয়া থানাধীন পারুয়া এলাকার দুর্গম পাহাড়ের ছিড়াটিলা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ইউসুফপুর এলাকার নুর হোসেন মুন্সির ছেলে শাকিল হোসেন (২৭), রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ফারুক (২২) ও রাউজান উপজেলার ইউসুফ আলী চৌকিদারের বাড়ির মফিজের ছেলে আরিফ (২২)।
র্যাব জানিয়েছে, অভিযানে ছিড়াটিলা নামে দুর্গম পাহাড়ের ছোট একটি দোচালা টিনের ঘরে এ অভিযান চালানো হয়। অভিযানে বিশেষ কায়দায় রক্ষিত স্টিলের দুটি ট্রাংকের ভেতর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, চারটি দেশীয় অস্ত্র, ৪৪ বোতল ফেনসিডিল, ১৮০ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও মাদক আস্তানার নিরাপত্তার কাজে ব্যবহৃত তিনটি সিসি ক্যামেরা এবং বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন পারুয়া এলাকার দুর্গম পাহাড়ের ছিড়াটিলা গ্রামের দুর্গম পাহাড়ে আজিজুল হক শামীম ওরফে অ্যালেন শামীমের আস্তানায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য মাদক মজুত করেছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব একটি অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরফে অ্যালেন শামীমের নেতৃত্বে ছিড়াটিলা পাহাড়ে অবৈধভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুতসহ মাদক ক্রয়-বিক্রয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পলাতক শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শামীমকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতার শাকিল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় চুরি, নাশকতা, হত্যাচেষ্টা ও মাদকসহ সর্বমোট ৯টি এবং আরিফের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান এবং রাঙামাটির চন্দ্রঘোনা থানায় দুটি মাদক আইনে মামলার তথ্য পাওয়া গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-