উখিয়ায় ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৯ হাজার ২শ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)। এসময় মাদক বিক্রির নগদ ১ লক্ষ ২০হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত হলেন উখিয়ার লম্বাশিয়া ওয়ান ইষ্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত অলি আহাম্মদের ছেলে নুরুল হক (৫৬), নুরুল হকের ছেলে মোহাম্মদ জোবায়ের (২১) ও নুরুল হকের ছেলে মোহাম্মদ হুবাইব (১৯)।

আটককৃতদের দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ইষ্ট-১ এর এফ ব্লকের সামনে এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (অতিরিক্ত ডি আইজি) মোঃইকবাল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি আরো বলেন, ধৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

আরও খবর