রামুতে ২৫ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

রামু প্রতিনিধি :

কক্সবাজারের রামুতে ২৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতার আসামি হলেন- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল হকের ছেলে হামিদুল হক।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে রামু ফুটবল চত্বরের পশ্চিমে মহাসড়কের ওপর থেকে তাকে একটি সিএনজি ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমাদের কাছে একটি তথ্য আসে যে, ফুটবল চত্বরের পাশে সিএনজি গাড়ি নিয়ে একজন মাদক কারবারি ইয়াবাসহ অবস্থান করছে। সেই সময় তাৎক্ষণিকভাবে ওই জায়গায় তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবা ও একটি সিএনজি গাড়িসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ওসি দেওয়ান জানান, মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনে আমরা একীভূত হয়ে কাজ করে যাচ্ছি। অপরাধী যেই হোক ছাড় নয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর