প্রয়াত ডা. আবু বকর ছিদ্দিকের সহধর্মিণীর জানাযা সম্পন্ন

বার্তা পরিবেশক •


কক্সবাজারের প্রবীণ চিকিৎসক, পানবাজার সড়কস্থ এআর সেন্টারের মালিক প্রয়াত ডা. আবু বকর ছিদ্দিক এর সহধর্মিণী রোকেয়া বেগম (৭৬) এর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বাদে জোহর নামাজে জানাযা শেষে চকরিয়াস্থ পূর্ব কোনাখালী সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাযায় পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন মরহুমার দেবর বাংলাদেশ গ্রামীণ শক্তির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও গ্রামীণ মৎস পশু সম্পদ ফাউন্ডেশন সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবছার কামাল, মরহুমার ছেলে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, জেনারেল ও ল্যাপারোস্কপিক (সার্জন) ডা. শোয়াইবুল করিম। নামাজে জানাযায় ইমামতি করেন হাফেজ মৌলানা নাছির উদ্দিন।

প্রসঙ্গতঃ গত সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেনপ্রয়াত ডা. আবু বকর ছিদ্দিক এর সহধর্মিণী রোকেয়া বেগম। মরহুমা কক্সবাজারের চকরিয়ার দরবেশকাটা জমিদার বাড়ির প্রয়াত ডা. রহমত উল্লাহর চৌধুরীর বড় কন্যা। তাঁর চার ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।##

আরও খবর