বালুখালিতে নবনির্মিত পুলিশ ফাঁড়ি উদ্বোধন

পুলিশ সর্বদাই জনগণের পাশে আছে: উখিয়ায় পুলিশ সুপার

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •

পুলিশ আপনাদের পাশে টুয়েন্টি ফোর সেভেন আছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

মঙ্গলবার(১৪ নভেম্বর) বিকেলে উখিয়ার বালুখালী পুলিশ ফাঁড়ি উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পুলিশ সুপার আরও বলেন,” উখিয়া উপজেলা কক্সবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা।

উখিয়াতে স্থানীয় মানুষের পাশাপাশি ১০ লাখের বেশি বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের বসবাস রয়েছে। তাছাড়া পালংখালী ইউনিয়ন হচ্ছে মিয়ানমার সীমান্ত ঘেষা একটি জায়গা। এখানে মাদক,চোরাচালান, অস্ত্র পাচার সহ নানা অপরাধ সংঘটিত হয়। তাই জনগণের দাবির প্রেক্ষিতে এখানে স্থাপন করা হয়েছে একটি পুলিশ ফাঁড়ি। এখানে অপরাধীরা যতই ক্ষমতাধর হোক না কেনো কাউকে ছাড় দেওয়া হবেনা।”

উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার( উখিয়া সার্কেল) রাসেল, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, ঠিকাদার লতিফ আনোয়ার চৌধুরী।

উখিয়া থানার এসআই কাউছার হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উখিয়া থানার সেকেন্ড অফিসার মনোজ কান্তি কুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ ফাঁড়ি স্থাপন করায় পালংখালী ইউনিয়নের অপরাধ হ্রাস পাবে বলে আশা স্থানীয়দের।

আরও খবর