গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :
টেকনাফে অস্ত্রধারী দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনার সূত্রপাত হয়েছে।
তথ্য নিয়ে জানা যায়, একটি গ্রুপের নেতৃত্বদানকারী প্রধান নবী হোসেনসহ উভয় গ্রুপের সর্বমোট ৭ জন আহত হয়েছে।
১৪ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের উত্তর পাশে এ ঘটনাটি সংঘটিত হয়।
এদিকে প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, এক দল অস্ত্রধারী গ্রুপ পাহাড়ের পাদদেশে অবস্থিত গুনায় খামার থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছিল। এ সময় হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার শহর মল্লুকের পুত্র নবী হোসেন প্রকাশ লাদেনের নেতৃত্বে অস্ত্রধারী আরেকটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি। এ সময় উভয় পক্ষের ৪-৫ জন আহত হয়।
স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে আরো জানা যায়, অস্ত্রধারী সন্ত্রাসী নবী হোসেন উক্ত এলাকার বড় মাফের মাদক কারবারি। সে একটি ডাকাত দলের প্রধান হিসেবে পাহাড়ে অবস্থান করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার লোকজন নাকি প্রতিনিয়ত এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে থাকে। এদের কাজ হলো অন্য মাদক কারবারীদের কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেওয়া এবং উক্ত মাদক গুলো রোহিঙ্গা ক্যাম্পে মাদক সরবরাহ করা। এদিকে গোলাগুলির পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে তারা।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সদ্য যোগদানকৃত টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণি গণমাধ্যম কর্মীদের জানান, সংঘটিত ঘটনার সাথে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-