আ. লীগের লোক বলে ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম •

চট্টগ্রামের রাউজানে অবরোধের দিন সড়কে যান চলাচলে বাধা, ভাংচুর, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় আইয়ুব আলী নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইয়ুব আলী রাউজানের পাঠানপাড়ার কালা মিয়ার ছেলে। তিনি রাউজান থানা যুবদলের যুগ্ম-সম্পাদক এবং পাহাড়তলী ইউনিয়ন যুবদলের সভাপতি বলে জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গত ২ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশাযোগে যাচ্ছিলেন মো. নুরুল কাশেম। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পথিমধ্যে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাকা রাস্তার উপর ৫০/৬০ জন অজ্ঞাতনামা দুস্কৃতিকারী অবরোধ কর্মসূচি বাস্তবায়নে এবং জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ককটেল-পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়াও দুস্কৃতিকারীরা হাতে থাকা লাঠি-সোটা দিয়ে যান ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় ভুক্তভোগী মো. নুরুল কাশেমকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে দুস্কৃতিকারীরা কাশেমকে আওয়ামী লীগের লোক বলে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করে। এছাড়াও নাশকতাকারীরা ভিকটিমকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাসহ বেশকিছু যানবাহন ভাংচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নাশকতাকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেল এবং পেট্রোল বোমার অংশ বিশেষ জব্দ করে।

পরে এ ঘটনায় মো. নুরুল কাশেম বাদী হয়ে চট্টগ্রামের রাউজান থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে একটি মামলা করেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, শনিবার দিবাগত রাতে নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন নয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করে আইয়ুব আলী খানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নিসংযোগসহ নাশকতা করার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আইয়ুব আলী খান এছাড়াও রাউজান থানার নাশকতাকারীদের সমন্বয়কারী ও অর্থের যোগানদাতা, সন্ত্রাস সৃষ্টিকারী ও সরকারবিরোধী আন্দোলনের মূলহোতা বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর