এখনো মামলা নেয়নি পুলিশ

উখিয়ায় জমি দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা, শহীদ পরিবারের দুই সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক, উখিয়া :


কক্সবাজারের উখিয়া সদরে জমি দখলে বাধা দেওয়ার জের ধরে একই পরিবারের দুইজনকে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত বুধবার (৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উখিয়া সদরের মৃত প্রফুল্ল দেওয়ানজির ছেলে রতন কুমার দেওয়ানজি (৫৮) ও তার স্ত্রী শহীদ বীর মুক্তিযোদ্ধা জৈতিন্দ্র মোহন দে’র মেয়ে শিল্পী রাণী দে (৫৩)।

এ ঘটনার দুইজনকে আসামি করে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। তবে ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত রতন কুমার দেওয়ানজি’র পৈত্রিক সম্পত্তির উপর গত ৭/৮ বছর আগে থেকে লোলুপ দৃষ্টি পড়ে পার্শ্ববর্তী দুলাল কান্তি দে’ গংদের। তারই ধারাবাহিকতায় তারা জমি দখল করার অপচেষ্টা করে আসছিলো। কিন্তু বারংবার তারা ব্যর্থ হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা শালিসি বৈঠকের মাধ্যমে কাগজপত্র পর্যালোচনা করে দুলাল কান্তি দে’ গংদের ওই জায়গায় বিঘ্ন না ঘটানোর জন্য বারণ করে। কিন্তু এতে তারা আরও বেশী ক্ষিপ্ত হয়ে জায়গা ছেড়ে দেওয়ার জন্য রতন কুমার দেওয়ানজিকে কে হুমকি প্রদান করতে থাকে এবং একপর্যায়ে গত বুধবার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওই জায়গা দখলের চেষ্টা চালায়। এসময় রতন কুমার দেওয়ানজি বাধা প্রদান করলে লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।’

এসময় রতন কুমার দেওয়ানজিকে বেধরক মারধর ও কুপিয়ে আহত করে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে রতন কুমার দেওয়ানজিকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে আসলে তার উপরেও ন্যাক্কারজনক হামলা চালানো হয়। এসময় তাদের শৌর: চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হাসপাতালে নিয়ে না গেলে ঘটনাস্থলেই প্রাণ হারাতেন স্বামী-স্ত্রী দুজনেই।

হামলায় আহত রতন কুমার দেওয়ানজি জানান, দুলাল কান্তি গংরা আমাদের সম্পত্তি দখলের সময় বাধা দিলে আমি ও আমার পরিবারের উপর অমানবিক বর্বর নির্যাতন চালায়। ভারি অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে এবং আমার স্ত্রী’র উপর নির্যাতন চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে না গেলে তাদের হাতে মরতে হতো। আমরা আতঙ্কে আছি। বাড়িতে গেলে আবারও হামলা করতে পারে। এজন্য থানায় অভিযোগ করেছি।’ এ বিষয়ে আমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।’

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে একদল দুর্বৃত্ত রতন কুমার দেওয়ানজির বসতবাড়িতে ঢুকে দুইজনকে পিটিয়ে জখম করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

আরও খবর