‘এসকাফ সিরাপ’ উদ্ধার ঘটনায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম :

‘এসকাফ সিরাপ’ নামক মাদক উদ্ধারের ঘটনায় মো. মহসিন (৩৫) নামে এক মাদক কারবারিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে ১৪ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঁঞা।

দণ্ডপ্রাপ্ত মো. মহসিন চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার পশ্চিম পাড়া গ্রামের মৃত শামছুল আলমের ছেলে।

রায়ের বিষয়ে চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, মামলার ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়াই তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয় তাকে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরিফ রোডের আজির নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯২ বোতল এসকাফ সিরাপসহ অভিযুক্ত মহসিনকে গ্রেফতার করে র‌্যাব-৭।

পরের দিনই তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মাদক আইনে মামলা করেন র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক আবুল কাসেম। ওই মো. মহসিনকে একমাত্র আসামি করে পুলিশের দেওয়া অভিযোগপত্রের ভিত্তিতে অভিযোগ গঠন করে আদালত।

আরও খবর