স্টাফ রিপোর্টার, নাইক্ষংছড়ি •
বান্দরবানের ঘুমধুমে মাটির তৈরী ঘরের দেওয়াল চাপা পড়ে ১ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নমি উদ্দিনের ছেলে কালাচাঁদের বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত মো: আমান উল্লাহ (৩০), উখিয়ার কুতুপালং ক্যাম্প-৩ নম্বর ব্লকের সি/৩৬ এর বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক তার মাটির ঘরটি সংস্কার করার জন্যে শ্রমিক দেয়। স্থানীয় শ্রমিকরা সীমান্তে গরু ও অন্যান্য ব্যবসায় জড়িয়ে পড়ায় শ্রমিক না পেয়ে অবশেষে রোহিঙ্গা ক্যাম্পের ৩ রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজটি করা শুরু করে।
বেলা গড়িয়ে ১০ টা পার হলে হঠাৎ বাড়ির পুরোনো একটি দেওয়াল ভেঙ্গে পড়ে রোহিঙ্গা শ্রমিক আমান উল্লাহর ওপর ধসে পড়ে। এতে সে গুরুতর আহত হয়ে রোহিঙ্গা শ্রমিক আমান উল্লাহ মারা যান।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে ঘটনায় এ পর্যন্ত কেউ অভিযোগ দেননি তার কাছে। তিনি এ-ও বলেন, অভিযোগ পেলে ঘটনার বিষয়ে ব্যবস্থা নেবেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-