প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে উখিয়ায় যুবলীগের প্রস্তুতি সভা

ইমরান আল মাহমুদ, উখিয়া:


প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফরকে ঘিরে জনসভা সফল করতে কক্সবাজারের প্রতিটি উপজেলায় যুবলীগের প্রস্তুতি সভার মাধ্যমে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তৃণমূলের নেতা-কর্মীরা।

তারই ধারাবাহিকতায় বুধবার(৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজাপালং ইউনিয়ন পরিষদে উখিয়া উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন আজম। তিনি বলেন,” আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রীর মাতারবাড়ির জনসভায় যুবলীগের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে উখিয়া উপজেলা যুবলীগের তৃণমূলের নেতা-কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিবে। কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল যে নির্দেশনা দিবেন তা অক্ষরে অক্ষরে পালন করে প্রমাণ করতে হবে যুবলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে সবসময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে যুবলীগের কেন্দ্রীয় সদস্য ইশতিয়াক আহমেদ জয় বলেন,”মাননীয় প্রধানমন্ত্রী এবছরে দুইবার কক্সবাজার আসছেন। বাংলাদেশের অন্য জেলার চেয়ে কক্সবাজারকে তিনি আলাদাভাবে দেখেন। কক্সবাজারের উন্নয়নে তিনি সবসময় ঢালাওভাবে প্রকল্প দিয়েছেন। আগামী নির্বাচনে আওয়ামী যুবলীগ হবে নৌকার বিজয়ের পেছনের অন্যতম হাতিয়ার। সাধারণ মানুষকে উন্নয়নের কথা বুঝিয়ে দিতে হবে। আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে যুবলীগের নির্দেশে উখিয়া উপজেলা যুবলীগের সর্বোচ্চ উপস্থিতি থাকবে সে প্রত্যাশা করছি। আপনাদের যেকোনো সমস্যায় আমরা পাশে আছি এবং থাকবো। নেত্রীর সামনে প্রমাণ করে দিতে হবে কক্সবাজারে যুবলীগ অত্যন্ত সুশৃঙ্খল এবং সুসংগঠিত।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ ইফতেখার,পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আছাদ উল্লাহ। প্রস্তুতি সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশা। এসময় উপজেলা যুবলীগের সহ সভাপতি গাজী মোহাম্মদ শাহজাহান, সহ সভাপতি মকছুদ চৌধুরী সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর