২০০ গ্রামের হিরোইন নিয়ে ধরা, সেই মাদক কারবারির যাবজ্জীবন

চট্টগ্রাম :

ট্টগ্রামে শহরে মাদক বিক্রি করতে গিয়ে ২০০ গ্রাম হিরোইন ও সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ ধরা খাওয়া এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের এক আদালত। দন্ডপ্রাপ্ত আলাউদ্দিন কুমিল্লা জেলার তিতাস থানাধীন কাশিমপুর এলাকার আমিরুল ইসলাম প্রকাশ কালা মিয়া ছেলে।

আজ মঙ্গলবার বিকালে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়াই অভিযুক্ত মাদক কারবারি আলা উদ্দিনের বিরুদ্ধে একটি ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিন কারাদন্ড, আরেকটি ধারায় ৫ বছরের কারাদন্ড, অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দিয়ে রায় ঘোষণা করেন চট্টগ্রাম ৩য় অতিরিক্ত মহানগ দায়রা জজ আদালতের বিচারক জসিম উদ্দিন।

রায় ঘোষণার সময় আদালতে আসামি হাজির ছিলেন, পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

আদালতে সূত্রে জানা যায়, ২০১৭ সালের ঘটনা তখন সময় সদরঘাট থানাধীন কদমতলী বাসস্ট্যান্ড এর পূর্ব পার্শে মালি পাট্টি এলাকায় একজন মাদক কারবারী মাদকদ্রব্য হিরোইন ও ইয়াবা ট্যাবলেট সহকারে অবস্থান করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় সদরঘাট থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি ঢের পেয়ে অভিযুক্ত পালানো সময় আলা উদ্দিন নামে একজনকে আটক করে থানা পুলিশ। পরে একজন আটক আর একজন পলাতক দেখিয়ে মাদক ধারা মামলা করেন সদরঘাট থানা পুলিশ। পুলিশের দেওয়া অভিযুক্তপত্রের ভিত্তিতে অভিযোগ গঠন করে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত।

মহানগর পি‌পি আবদুর রশীদ ব‌লেন, এই রায় থে‌কে অপরাধীর শিক্ষা নেওয়া উ‌চিত, অপরাধ ক‌রে কেউ পার পা‌বে তার প্রমাণ আজ‌কে এই রায়।

আরও খবর