বিশেষ প্রতিবেদক :
১১ নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোরিয়া থেকে আনা ৩০২৫ সিরিজের ইঞ্জিন নিয়ে এই উদ্বোধনী ট্রেনটি মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কক্সবাজারে পৌঁছায়।
রেলওয়ে সূত্রে জানা যায়, উদ্বোধনের দিন রামু স্টেশন থেকে টিকিট কেটে প্রধানমন্ত্রী ট্রেনে করে কক্সবাজারের আইকনিক স্টেশন পর্যন্ত ভ্রমণ করবেন। এরপর ১০২ কিলোমিটার দীর্ঘ রেলপথের উদ্বোধন করবেন। উদ্বোধনী ট্রেনের মোট বগির সংখ্যা ১৯টি। ১৫টি বগির সঙ্গে থাকবে অতিরিক্ত আরও চারটি বগি।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ম্যানেজার প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ’নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী ট্রেনে থাকবে ১৫টি বগি। এই ১৫ বগির সঙ্গে আরও অতিরিক্ত চার বগি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে গেছে। ইঞ্জিনসহ সব বগিই কোরিয়া থেকে আনা। সবগুলোই ব্র্যান্ড নিউ। উদ্বোধনী ট্রেনের ১৫ বগিতে কোনো সমস্যা হলে অতিরিক্ত চার বগি সংযোজন করা হবে ‘
এই স্পেশাল ট্রেনে থাকা রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ডেন্ট রেজওয়ানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়।
তিনি বলেন, ’দুপুর ২টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে গিয়ে ট্রেনটি কালুরঘাট সেতু, বোয়ালখালী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, রামু হয়ে কক্সবাজার স্টেশন পৌঁছলাম সন্ধ্যা সাড়ে ৬টায়। ট্রেনটি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিমের তত্ত্বাবধানে রয়েছে।’
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা বলেন, ’নতুন এই রেলপথের উদ্বোধনকে সামনে রেখে গত রবিবার জিআইবিআর রুহুল কাদের আজাদের নেতৃত্বে একটি পরিদর্শন ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজারে গেছে। প্রথমবারের মতো আটটি বগি নিয়ে ২৯২৫ সিরিজের একটি ইঞ্জিনসহ স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কালুরঘাট সেতুর ওপর দিয়ে যায়।’
উল্লেখ্য, ২০১০ সালে ৬ জুলাই দোহাজারী-রামু-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়। ২০১১ সালের ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেগা প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। অর্থায়নসংক্রান্ত জটিলতায় বেশ কিছু দিন প্রকল্পটি থমকে থাকার পর ২০১৫ সালে অর্থায়নে আগ্রহ প্রকাশ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঠিকাদার নিয়োগের পর ২০১৭ সালে এই মেগা প্রকল্পের কাজ শুরু হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-