চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার ইয়াবা উদ্ধারের মামলায় মো. নজরুল ইসলাম ওরফে শহীদুল্লাহ (২৬) নামের এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ নভেম্বর) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। একই রায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত শহীদুল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ থানার ঘোনারপাড়া গ্রামের মনির আহম্মদের ছেলে।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত শহীদুল্লাহ জামিনে গিয়ে পলাতক হন। তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেছেন। মামলা বিচারে আদালত চারজনের সাক্ষ্যগ্রহণ করেছেন বলে জানান তিনি।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের নতুন ব্রিজ এলাকা থেকে ৫০০ পিচ ইয়াবাসহ শহীদুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন বাকলিয়া থানায় মামলা হয়। পরে মামলায় শহীদুল্লাহকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-