চট্টগ্রাম •
চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত সাতজনের পরিচয় মিলেছে। তারা সবাই একই পরিবারের।
নিহতরা হলেন- চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হিন্দুপাড়ার নারায়ণ দাশের স্ত্রী রিতা রানি দাশ, তার বড় মেয়ে শ্রাবন্তী দাশ, ছোট মেয়ে বর্ষা দাশ, চার বছর বয়সী যমজ ছেলে দিগন্ত দাশ ও দ্বীপ দাশ, নারায়ণের ভাইয়ের ছেলে বিপ্লব দাশ এবং বোন চিনুবালা দাশ। দুর্ঘটনায় আহত দুজন হলেন- চালক বিপ্লব মজুমদার ও চিনুবালা দাশের ছেলে বাপ্পা দাশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় চট্টগ্রামমুখী বাসের সঙ্গে ফটিকছড়িগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. আদিল মাহমুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা একই পরিবারের আত্মীয়। ১৫ দিন আগে রিতা রানি দাশের দাদা মারা যান। তারা রিতা রানি দাশের দাদার শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিলেন।
তিনি বলেন, রিতার বাপের বাড়ি ফটিকছড়ির শাহনগর গ্রামে। শ্বশুরবাড়ি চন্দনাইশের জোয়ারা মোহাম্মদপুর গ্রামে। নিহতদের মধ্যে রিতাসহ তার চার সন্তান রয়েছে। অন্য দুজনের মধ্যে একজন রিতার ভাসুরের ছেলে, অন্যজন ননদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-