কাতারে অগ্নি দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট :

৫ নভেম্বর (রবিবার) রাত সাড়ে আটটায় কাতারের ফিরোজ আবদুল আজিজ নামক স্থানে একটি মোটরসাইকেলের দোকানে আগুন লেগে ৫ জন নিহত হন। তাদের মধ্যে ৩ জন বাংলাদেশি এবং ২ জন পাকিস্তানি।

নিহত ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের বাড়ি ফেনী। তারা হলেন–মীর হোসেন ফরহাদ ও মাহফুজ। নিহত মীর হোসেন ফরহাদ জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া সোনাপুর গ্রামের চৌধুরী বাড়ির মৃত হাজি আবুল খায়েরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জায়লস্কর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম।

অপর নিহত মাহফুজ ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দীন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। মারা যাওয়ার খবরে নিহতদের গ্রামের বাড়িতে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত আরেকজন মাহফুজের বাড়ি সেনবাগ উপজেলার সেবার হাটে বলে জানা গেছে।

আরও খবর